West Bengal State University
History Minor
SUGGESTION 2025
Second Semester
৭) *** সমুদ্রগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো বা সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো।
** •কোন কোন দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্য থেকে পৃথক ছিল তার আলোচনা করো।
*** • ভারতের ইতিহাসে গুপ্ত যুগ কেন ধ্রুপদী যুগ হিসেবে বিবেচিত? এটি কি সুবর্ণ যুগ ছিল? আলোচনা করো।
৮) *** বাংলায় শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো
*** •হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনা মূলক বর্ণনা দাও।
৯) *** স্থানীয় স্বশাসিত সরকারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে চোল প্রশাসন সম্পর্কে একটি বিবরণ দাও।
•*** শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান বর্ণনা করো।
১০) ***পল্লব শিল্প ও স্থাপত্যের উপর একটি টীকা লেখো।
*** •কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা মনে করো এবং কেন? তা আলোচনা করো।
১১) *** দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্বন্ধে তুমি যা জানো লেখো।
• ***খ্রিস্টীয় একাদশ শতকে গজনভী আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে মন্তব্য করো।
• ** পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা ও প্রকৃতি আলোচনা করো।
..............................................................................
২) *** গুপ্ত বংশের ইতিহাসে উপাদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো।
** • গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কিংবদন্তীর বিক্রমাদিত্য ছিলেন? আলোচনা করো।
*** • অজন্তার চিত্রগুলি কেন বিশ্ব বিখ্যাত? আলোচনা করো।
৩)*** •সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণগুলি লেখো।
***• গুপ্ত সাম্রাজ্যের সামাজিক ব্যবস্থায় নারী এবং নিম্ন শ্রেণীর স্থান নিরূপণ করো
৪)** বাংলায় সেন বংশ বলতে কাদের বোঝায় সংক্ষেপে আলোচনা করো।
*** • বাংলায় তুর্কি আক্রমণ সম্বন্ধে যা জানো লেখো।
৫) *** ত্রিশক্তি দ্বন্দ্বে কোন তিনটি শক্তি জড়িত ছিল?এই দ্বন্দ্বের প্রতীকি উদ্দেশ্য কি ছিল?
** • অগ্রাহার ব্যবস্থার গুরুত্ব কি ছিল?
* • প্রথম তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো।
** খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতকে উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তি বিষয়ে তুমি কি জানো?
৬) *** গজনভী ও ঘোরির আক্রমণের মধ্যে পার্থক্য কি ছিল? তা আলোচনা করো।
• ভারতের তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কী কী ছিল? আলোচনা করো।
Comments
Post a Comment