West Bengal State University BA Honour 6th semester Suggestion-2025. CC 13
•একক-১ (সংস্কৃত সাহিত্যের ইতিহাস)•
** ১) ক)কালিদাস রচিত নাটক গুলির নাম লেখো। উক্ত নাটক গুলির মধ্যে কোনটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো সে সম্পর্কে তোমার অভিমত লেখো। বা কালিদাসের নাট্য প্রতিভার পরিচয় দাও।
** ২) গীতগোবিন্দ কাব্য অবলম্বনে কবি জয়দেবের কবি প্রতিভার পরিচয় দাও।
•শূদ্রকের 'মৃচ্ছকটিক' প্রকরণ আখ্যা দেওয়ার তাৎপর্য ব্যাখ্যা কর এবং নাটকটির অভিনবত্ব আলোচনা করো।
• 'কাদম্বরী' গ্রন্থের রচয়িতা কে? এটি কোন জাতীয় রচনা? এই গ্রন্থটি অবলম্বনে রচয়িতার কবি প্রতিভার পরিচয় দাও।
•একক - ২ (ইংরেজি সাহিত্যের ইতিহাস)•
** ৩) শেক্সপিয়ার রচিত দুটি ট্রাজেডি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই শ্রেণীর নাটক রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব মূল্যায়ন করো।
** •ডিকেন্সের ঔপন্যাসিক প্রতিভার মূল্যায়ন করো। বাংলা সাহিত্যে ডিকেন্সের প্রভাব বা জনপ্রিয়তা আলোচনা কর। শরৎচন্দ্রের সাথে তাঁর তুলনা কতদূর সঙ্গত আলোচনা করো।
* •কবি কীটস্ এর কবি প্রতিভার পরিচয় দিয়ে তাঁর কৃতিত্ব আলোচনা করো।
•স্কটের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিয়ে বাংলা উপন্যাস সাহিত্যে তাঁর প্রভাব কতখানি তা আলোচনা করো।
•একক- ৩ •(হিন্দি সাহিত্যের ইতিহাস)•
** ৫) হিন্দি সাহিত্যের ইতিহাসে ভারতেন্দু হরিশচন্দ্রের অবদান আলোচনা করো।
**•ছায়াবাদী কবি হিসেবে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার রচনাগত বিশেষত্ব আলোচনা করো।
* •হিন্দি উপন্যাস সাহিত্যে ফণিশ্বরনাথ রেনুর অবদান আলোচনা করো।
** •ছায়াবাদ বলতে কী বোঝো? ছায়াবাদিক কবি হিসেবে মহাদেবী বর্মার প্রতিভার পরিচয় দাও।
*•হিন্দি সাহিত্যে ছোটগল্প রচনায় মুন্সি প্রেমচাঁদের কৃতিত্ব আলোচনা করো।
•একক- ৪ •(অসমীয়া সাহিত্যের ইতিহাস)•
** ৬) অসমীয়া নাট্য সাহিত্যে পদ্মনাথ গোঁসাই বড়ুয়ার কৃতিত্ব বিচার করো।
** •অসমীয়া কাব্য সাহিত্যে নলিনীবালা দেবীর অবদান আলোচনা করো।
* •অসমীয়া কাব্য সাহিত্যে হিতেশ্বর বরবরুয়ার অবদান সম্পর্কে আলোচনা করো।
• ২) টীকা •
ক) *মেঘদূত, গীতগোবিন্দ, *উত্তর রামচরিত, অভিজ্ঞান শকুন্তলম, গীতগোবিন্দ, *হর্চষরিত, *মৃচ্ছকটিক,
খ) *প্যারাডাইস লস্ট, ওড টু এ নাইট এঙ্গেল, * ম্যান এন্ড সুপারম্যান, ওয়েভারলি,প্রিলিউড, ম্যাকবেথ, দ্য ওয়েস্ট ল্যান্ড,
গ) অতীত কি চলচ্চিত্র, কুকুরমুত্তা, গোদান,*মৈলা আঁচল, দুর্লভ বন্ধু, নীহার,
ঘ) *অসমীয়া কাব্য সাহিত্যে চন্দ্রধর বড়ুয়া, অথবা নাট্য সাহিত্যে কমলেশ্বর চলিহা বা * ছোটগল্পে লক্ষ্মীনাথ ফুকন।
•অসমীয়া কাব্য সাহিত্যে হিতেশ্বর বরবরুয়া, অসমীয়া নাট্য সাহিত্যি কমলাকান্ত ভট্টাচার্য, অসমীয়া কথাসাহিত্যে হলিরাম ডেকা,
ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏
Comments
Post a Comment