Skip to main content

বাংলা (6th,Sem Hon.) CC13 সাজেশন ২০২৩

       West Bengal State University                                       BA Honour 6th semester                                                  Suggestion-2025.                                                                   CC 13

                        •একক-১                                                                     (সংস্কৃত সাহিত্যের ইতিহাস)•

** ১) ক)কালিদাস রচিত নাটক গুলির নাম লেখো। উক্ত নাটক গুলির মধ্যে কোনটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো সে সম্পর্কে তোমার অভিমত লেখো। বা কালিদাসের নাট্য প্রতিভার পরিচয় দাও।

** ২) গীতগোবিন্দ কাব্য অবলম্বনে কবি জয়দেবের কবি প্রতিভার পরিচয় দাও। 

•শূদ্রকের 'মৃচ্ছকটিক' প্রকরণ আখ্যা দেওয়ার তাৎপর্য ব্যাখ্যা কর এবং নাটকটির অভিনবত্ব আলোচনা করো।

• 'কাদম্বরী' গ্রন্থের রচয়িতা কে? এটি কোন জাতীয় রচনা? এই গ্রন্থটি অবলম্বনে রচয়িতার কবি প্রতিভার পরিচয় দাও।

                        •একক - ২                                                            (ইংরেজি সাহিত্যের ইতিহাস)• 

** ৩) শেক্সপিয়ার রচিত দুটি ট্রাজেডি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই শ্রেণীর নাটক রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব মূল্যায়ন করো।

** •ডিকেন্সের ঔপন্যাসিক প্রতিভার মূল্যায়ন করো। বাংলা সাহিত্যে ডিকেন্সের প্রভাব বা জনপ্রিয়তা আলোচনা কর। শরৎচন্দ্রের সাথে তাঁর তুলনা কতদূর সঙ্গত আলোচনা করো। 

* •কবি কীটস্ এর কবি প্রতিভার পরিচয় দিয়ে তাঁর কৃতিত্ব আলোচনা করো।

•স্কটের ঔপন্যাসিক প্রতিভার পরিচয় দিয়ে বাংলা উপন্যাস সাহিত্যে তাঁর প্রভাব কতখানি তা আলোচনা করো।

                               •একক- ৩                                                               •(হিন্দি সাহিত্যের ইতিহাস)•

** ৫) হিন্দি সাহিত্যের ইতিহাসে ভারতেন্দু হরিশচন্দ্রের অবদান আলোচনা করো।

**•ছায়াবাদী কবি হিসেবে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার রচনাগত বিশেষত্ব আলোচনা করো।

* •হিন্দি উপন্যাস সাহিত্যে ফণিশ্বরনাথ রেনুর অবদান আলোচনা করো।

** •ছায়াবাদ বলতে কী বোঝো? ছায়াবাদিক কবি হিসেবে মহাদেবী বর্মার প্রতিভার পরিচয় দাও। 

*•হিন্দি সাহিত্যে ছোটগল্প রচনায় মুন্সি প্রেমচাঁদের কৃতিত্ব আলোচনা করো।

                              •একক- ৪                                                               •(অসমীয়া সাহিত্যের ইতিহাস)•

** ৬) অসমীয়া নাট্য সাহিত্যে পদ্মনাথ গোঁসাই বড়ুয়ার কৃতিত্ব বিচার করো।

** •অসমীয়া কাব্য সাহিত্যে নলিনীবালা দেবীর অবদান আলোচনা করো।

* •অসমীয়া কাব্য সাহিত্যে হিতেশ্বর বরবরুয়ার অবদান সম্পর্কে আলোচনা করো।

                           • ২) টীকা •

ক) *মেঘদূত, গীতগোবিন্দ, *উত্তর রামচরিত, অভিজ্ঞান শকুন্তলম, গীতগোবিন্দ,  *হর্চষরিত, *মৃচ্ছকটিক,

খ) *প্যারাডাইস লস্ট, ওড টু এ নাইট এঙ্গেল, * ম্যান এন্ড সুপারম্যান, ওয়েভারলি,প্রিলিউড, ম্যাকবেথ, দ্য ওয়েস্ট ল্যান্ড, 

গ) অতীত কি চলচ্চিত্র, কুকুরমুত্তা, গোদান,*মৈলা আঁচল, দুর্লভ বন্ধু, নীহার,

ঘ) *অসমীয়া কাব্য সাহিত্যে চন্দ্রধর বড়ুয়া, অথবা নাট্য সাহিত্যে কমলেশ্বর চলিহা বা * ছোটগল্পে লক্ষ্মীনাথ ফুকন।

•অসমীয়া কাব্য সাহিত্যে হিতেশ্বর বরবরুয়া, অসমীয়া নাট্য সাহিত্যি কমলাকান্ত ভট্টাচার্য, অসমীয়া কথাসাহিত্যে হলিরাম ডেকা,

ঠিক এরূপ অসংখ্য বিষয়ভিত্তিক আলোচনা ব্যাখ্যা ভিডিও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং SHESHER KOBITA SUNDARBAN Youtube channel 🙏 


Comments

Popular posts from this blog

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দর্শন প্রথম সেমিস্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, মাইনর সিলেবাস)  ১)চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? উত্তরঃচার্বাক মতে ভূত চারটি- ক্ষিতি, অপ্ , তেজ ও মরুৎ ২) স্বভাববাদ কী? উত্তরঃ চার্বাক জড়বাদের ভিত্তি হল স্বভাববাদ। যে মতবাদ অনুসারে স্বভাব থেকেই ভূত সৃষ্টি, আবার স্বভাব থেকেই বিচ্ছেদ। যার জন্য ঈশ্বরকে স্বীকার করা প্রয়োজন নেই। ৩) অব্যাপ্যদেশ কথাটির অর্থ লেখো। উত্তরঃ অব্যাপ্যদেশ বলতে বোঝায়- অশাব্দ অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। ৫) জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?  কোন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ীভূত গুণ ছাড়াও যদি অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ীভূত গুণকে প্রত্যক্ষ করার হয়, তাহলে সেই প্রত্যক্ষকে জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ বলা হয়। ৬) ন্যায় মতে প্রমাণের প্রকার  উত্তরঃ ন্যায় মতে প্রমাণ চার প্রকার। প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শাব্দ। ৭) সন্নিকর্ষ কাকে বলে? উত্তরঃ ন্যায় মতে ইন্দ্রিয় ও কোন বাস্তব পদার্থের মধ্যে একপ্রকার বিশেষ সম্পর্ক ঘটলে তবেই আমাদের একটি বস্তুর প্রত্যক্ষজ্ঞান ।আর ঐ বিশেষ বিশেষ সম্পর্কের পারিভাষিক নাম হলো সন...

ব্রিটিশ(3rd.Sem) পার্লামেন্টের সার্বভৌমত্ব

ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস)। ব্রিটেনের সংবিধান অলিখিত বলে বিভিন্ন ঐতিহাসিক দলিল, শাসনতান্ত্রিক রীতিনীতি, পার্লামেন্ট প্রণীত আইন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সার্বভৌমত্ব অর্জিত হয়েছে। ব্রিটেনের পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্ব অর্জন করেছে, রাজনৈতিক সার্বভৌমত্ব নয়। আর সেখানে আইনানুগ সার্বভৌমত্ব বলা হয়, কারণ-       যেকোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণনয়নের অধিকারী। এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় পার্লামেন্টে কোন আইন প্রণয়নের সময় প্রতিদ্বন্দ্বিতা হয় না। কমন্সসভা তথা নিম্নকক্ষের সার্বভৌমত্বকেই বলা হয় পার্লামেন্টের সার্বভৌমত্ব।     ••ব্রিটিশ পার্লামেন্টকে সার্বভৌমত্ব বলার কারণ- ১) পার্লামেন্টের ওপর আইনগত কোনরূপ বাধানিষেধ আরোপ করা যায় না। ২) পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতার ব্যাপারে আদালত কোন প্রশ্ন তুলতে পারেনা। ব্রিটেনের আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ওপর বিচার বিভাগীয় পর্যালোচনার দ্বারা সীমিত করতে পারে না। ৩) ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতার উপর শাসনবিভাগ অনুরূপ ন...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...