Skip to main content

Posts

Showing posts from October, 2024

শেষের কবিতা

 শেষের কবিতা  প্রথম ইউনিট টেস্ট                  সময় ১.৩০ঘন্টা                               মান-৩০ _--++++++-----------------+-+-----+++-++++ ১) যেকোন ১০টি প্রশ্নের উত্তর দাও১০×১=১০ ক)চর্যাপদের আবিষ্কারক কে?  খ) চর্চাগীতিকোষ আবিষ্কৃত হয় কোথা থেকে?  গ) চর্চাগীতি কোষ কত সালে আবিষ্কৃত হয়? ঘ)  চর্যাপদের মোট পদের সংখ্যা কত? ঙ) চর্যাপদের টিকা রচনা করেছেন কে?  চ) চর্চার কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ছ) চর্চাপদে কোন খেলার উল্লেখ আছে?  জ) চর্যাপদের ভাষা যে বাংলা তাকে প্রমাণ করেন কে?  ঝ) চর্চাগীতিকোষ কে আবিষ্কার করেন ? ঞ) বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন কোনটি?  ট) চর্যাপদের তিনজন কবির নাম লেখো। ঠ) চর্যাপদের কবিরা নিজের নামের পাশে কি লিখতেন?  ড) চর্যাপদের প্রধান কবি কে? ঢ) চর্যাপদের ভাষাকে কি নামে অভিহিত করা হয়? ত) চর্যাপদের কবির সংখ্যা কত? ২) ক  দাগের প্রশ্ন অবশ্যই এবং অপর যেকোন একটি প্রশ্ন লিখতে হবে। ১০×২=২০ ক) চর্চাগীতি পদের আবিষ্কার ও ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো । খ) চর্যাপদের সাহিত্যিক মূল্য বা কাব্য মূল্য আলোচনা করো । গ) চর্যাপদের ভাষা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো।সা

প্রথম সেমিস্টার ছোট প্রশ্নোত্তর চার্বাক দর্শন

 ১) চার্বাক দর্শনকে কেন জড়বাদী দর্শন বলা হয়?  উত্তরঃ চার্বাক দার্শনিকগণ ক্ষিতি,অপ, তেজ ও মরুৎ এই চার প্রকার সূক্ষ্ম প্রত্যক্ষযোগ থেকে জগতের যাবতীয় বস্তু এমনকি প্রাণ চৈতন্যের উৎপত্তিকেও ব্যাখ্যা করে বলে তাদের জড়বাদী দার্শনিক বলা হয় ‌। ২) চার্বাক জড়বাদের মূল বক্তব্য লেখো। উত্তরঃ চার্বাক জড়বাদের মূল বক্তব্য হলো-ক্ষিতি,অপ,তেজ ও মরুৎ এই চারটি স্থুল জড়ভূতই জগৎ ও জীবনের মূলতত্ত্ব এবং আত্মা ইত্যাদি অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব নেই। ৩) চার্বাকরা কেন একমাত্র প্রত্যক্ষকে প্রমান বলেন? উত্তরঃ চার্বাকরা বলেন, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কারণ, বিভিন্ন প্রমাণের মধ্যে প্রত্যক্ষ হলো মূল প্রমাণ এবং সর্বাপেক্ষা শক্তিশালী প্রমাণ যা সংশয় ও বিপর্যয় শূন্য। ৪) অনুমান প্রমাণ সম্পর্কে চার্বাকদের বক্তব্যের বিরুদ্ধে যুক্তি কী?  উত্তরঃ অনুমান প্রমাণ সম্পর্কে চার্বাকদের বক্তব্যের বিরুদ্ধে প্রধান যুক্তি হল- অনুমান যেমন প্রত্যক্ষনির্ভর, প্রত্যক্ষও তেমনি ইন্দ্রিয়নির্ভর-স্বনির্ভরতা প্রমাণের লক্ষণ হলে প্রত্যক্ষ ও অনুমান উভয়কে বর্জন করতে হয় এবং লৌকিক জীবনে অনুমান অপরিহার্য। ৫) চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন?  উ