Skip to main content

Posts

Showing posts from March, 2025

বক্সারের যুদ্ধের (RMV) কারণ আলোচনা করো।

বক্সারের যুদ্ধের (১৭৬৪) কারণ আলোচনা করো  (পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, উচ্চমধ্যমিক)। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,নবাব মীরকাশিম ১৭৬০ খ্রিস্টাব্দে ইংরেজদের হাত ধরে বাংলার নবাব হন। আর নবাব পদে আসীন হওয়ার পরপরই স্বাধীনচেতা ও আত্মমর্যাদাসম্পন্ন মীরকাশিম মনে করেন যে, আর্থিক ও সামরিক বিভাগকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এই উদ্দেশ্যের নবাব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলে ইংরেজরা ভীতু হয়ে পড়ে এবং নবাবের সাথে তারা লিপ্ত হয়ে পড়লে বক্সারের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আর সেই যুদ্ধের কারণগুলি হল- ১) স্বাধীনতার আকাঙ্ক্ষাঃ  মীকাশিম ইংরেজদের সাহায্যে নবাব হলেও তাদের বশীভূত হয়ে থাকতে চাননি। তাই ইংরেজদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি রাজস্ব আদায়ের একটি কড়া নীতি গ্রহণ করেন। আর যে সকল জমিদার রাজস্ব ফাঁকি দিচ্ছিলেন, তাদেরকে তিনি উচ্ছেদ করেন। আবার যারা রাজস্বের হিসাব দিচ্ছেলেন না তাদের ক্ষেত্রে মীরকাশিম মৃত্যুদণ্ড নীতি গ্রহণ করলে ইংরেজদের একটা বড় অংশ নবাবের বিরুদ্ধে চলে যায়।  ২) রাজধানী স্থানান্তর ও  সামরিক সংস্কারঃ  মীর...

প্রমা ও প্রমাণ(1st. Sem) কি? আলোচনা করব

 ন্যায়দর্শন মতে প্রমা ও প্রমাণ কী? আলোচনা করো। ভূমিকা - প্রমা কথাটির অর্থ হলো যথার্থ বা উৎকৃষ্ট বা প্রকৃষ্ট জ্ঞান। অর্থাৎ প্রমা= প্র+মা। যেখানে প্র= যথার্থ বা প্রকৃষ্ট , আর মা=জ্ঞান। অর্থাৎ প্রমা কথাটির অর্থ দাঁড়ায় যথার্থ বা উৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞান দুই প্রকার- অনুভব ও স্মৃতি।      'অনুভব' হলো নিরপেক্ষ জ্ঞান। এই জ্ঞান বিষয় থেকে উৎপন্ন হয়। আর 'স্মৃতি' হলো সাপেক্ষ জ্ঞান। এই জ্ঞান বিষয়ের সাপেক্ষ থেকে উৎপন্ন হয়। সুতরাং ন্যায় মতে প্রমা হল অনুভব এবং যথার্থ অনুভব। আর সেই মত অনুযায়ী-- ১) প্রমা হলো অনুভব।             প্রমা হল সেই অনুভব, যা বস্তু বা বিষয়ের অনুরূপ হবে। আর সেই কারণে ঘর প্রত্যক্কর ক্ষেত্রেই আর সেই কারণে ঘর পুত্রকে ক্ষেত্রে ঘঠত্ব বিশিষ্ট ঘটের অনুভব হবে। ২) প্রমা হলো বিপর্যয়শূন্য অনুভব।          বিপর্যয় হলো ভ্রান্তি বা মিথ্যা জ্ঞান। যে জ্ঞানে দড়িতে সাপের অনুভব হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আসলে সাপ নেই, সাপের অনুভব হবে। যেটির ভ্রান্তির নাম বিপর্যয়। তবে প্রত্যক্ষের ক্ষেত্রে এই বিপর্যয় থাকে না। ৩) প্র...

শিশু শিক্ষায় (3rd.Sem) পরিবারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো।

 শিশু শিক্ষায় পরিবারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান)               আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,সুপ্রাচীন কাল থেকে পরিবার একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে কাজ করে চলেছে। বিদ্যালয়ের আবির্ভাবের অনেক আগেই শিশুরা প্রাথমিক শিক্ষা লাভ করত পরিবারের বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে। সেই সময়কালে সামাজিক ধর্মীয় নৈতিক বৃত্তিমূলক শিক্ষার ভিত্তি পরিবারের মধ্যেই গড়ে উঠতো। আর ভারতবর্ষে এই শিক্ষা কার্য সম্পন্ন হতো একান্নবর্তী পরিবারের মধ্যেই। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে শিল্প কারখানা স্থাপিত হওয়ার ফলে শহরকেন্দ্রিক সভ্যতার দ্রুত বিকাশ ঘটে। আর তার ফলেই কর্মসংস্থানের তাগিদে গ্রাম থেকে মানুষ শহরে এসে বসবাস শুরু করে। এখান থেকেই শুরু হয় একান্নবর্তী পরিবারের ভাঙ্গন। সেই সাথে পরিবারের সদস্য সংখ্যাও দ্রুত কমতে শুরু করল। তবে -     স্বাধীন ভারতে শহর ও গ্রামীণ জনসমাজে শিক্ষার ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। এখানে শিক্ষাব্যবস্থায় আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হলেও বিদ্যালয় শিক্ষাব্...

সংস্কৃত নাট্য (6th.Sem) সাহিত্যে নাট্যকার ভবভূতির র কৃতিত্ব আলোচনা করো।

সংস্কৃত নাট্য সাহিত্যে নাট্যকার ভবভূতির কৃতিত্ব আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ সেমিস্টার, বাংলা অনার্স)                 আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,সংস্কৃত নাট্য সাহিত্যের ভবভূতির স্থান মহানাট্যকার কালিদাসের পরেই। তবে এই নাট্যকার তাঁর আবির্ভাবকাল সম্পর্কে স্পষ্ট নিদর্শন কোথাও রাখেননি। তাই অনুমান করা হয়ে থাকে যে, তাঁর জীবনকাল হলো সপ্তম শতাব্দীর শেষের দিকে কিংবা অষ্টম শতাব্দীর গোড়ার দিকে। তবে তিনি বেদজ্ঞ পন্ডিত ছিলেন। আর এই পণ্ডিত হওয়ার কারণে সাংখ্য ও যোগদর্শনে তাঁর পান্ডিত্যের পরিচয় পাওয়া যায়। কিন্তু তিনি কোন রাজার আনুকূল্য লাভ করেছিলেন কিনা সে সম্পর্কে কোন তথ্য বিশেষভাবে পাওয়া যায় না। তবে সমকালীন পাঠকের অবজ্ঞা প্রদর্শন করে তিনি বলেছিলেন-               " নিরবধিকাল  আর বসুধা বিপুল ।                                          জন্মিলে জন্মিতে পারে মম সমতুল ।।"     ...

ডাকঘর নাটকটির নামকরণের স্বার্থকতা আলোচনা করো।

ডাকঘর নাটকটির নামকরণের স্বার্থকতা আলোচনা করো।         আমরা জানি যে,সাহিত্য সৃষ্টির প্রধান আকর্ষণ হল নামকরণ। আর এই নামকরণ বিষয়কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক বা সাংকেতিক বা ভাবব্যঞ্জনা অর্থে করা হয়। আমাদের আলোচ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি বিষয় কেন্দ্রিক বা চরিত্র কেন্দ্রিক ঘটনাকে বর্জন করেছেন। যার ফলে এই ডাকঘর নাটকটি রূপক সাংকেতিক নাটক হয়ে উঠেছে। যেখানে -            আলোচ্য নাটকটির মূল বক্তব্য-জীবাত্মার প্রতীক অমলের চারিদিকে সামাজিক বাধা-নিষেধের গণ্ডি অতিক্রম করে বিশ্বজীবনে মুক্তি লাভ করা। আর সেখানে আত্মা মুক্তি লাভ করে আলোর দেশে যাওয়ার জন্য আকুল আগ্রহে প্রতীক্ষারত। শুধু তাই নয়, আত্মা এখানে বিশ্বরাজের সাথে মিলিত হবার আকাঙ্ক্ষায় অপেক্ষায় থাকে। আবার বিশ্বরাজ অনাদিকালব্যাপী মানবতার সাথে মিলিত অবার জন্য অজানা পথ ধরে আসছেন। আর সেখানে-        অমল এক জটিল ব্যাধিতে শয্যাগত। সে নিজেকে ঘরের বন্ধন ছিন্ন করে বাইরের অসীমতায় বিস্তার করতে চায়। কিন্তু কবিরাজের নিষেধে তাকে বাইরে যেতে দেওয়া যাবে না। এই সময়ে অমল হঠাৎ দেখে র...

বাংলা ছোটগল্পে(3rd. Sem) প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো।

বাংলা ছোটগল্পে প্রভাত কুমারের অবদান ও কৃতিত্ব আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার বাংলা মেজর)।             আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,বাংলা ছোটগল্পের আঙিনায় প্রভাতকুমার মুখোপাধ্যায়ের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আর তাঁর ব্যক্তিত্বের প্রকাশ ছোট গল্পের আসরে নানাবিধ কারণে- •প্রথমতঃ বাংলা গল্পের সীমা প্রসারণ।  •দ্বিতীয়তঃ বহু স্বভাবের মানুষ আমদানী – তাদের সামাজিক এবং ব্যক্তিসত্তার যথানুপাতি রূপদান, • তৃতীয়তঃহাস্যরসের অফুরন্ত উৎস সৃষ্টি। •চতুর্থতঃগল্প পাঠককে আকর্ষণের সহজাত নিপুণতা। আর সেই নিপুণতায় আমরা দেখতে পাই -               প্রভাত কুমার চট্টোপাধ্যায় এর গল্পগ্রন্থের সংখ্যা বারো, গল্পের সংখ্যা প্রায় একশো আটটি। তবে তাঁর গাল্পিক সাফল্যের কারণ গল্প রচনার সহজাত ক্ষমতা,সুকৌশল বিন্যাস ও কৌতুকের স্নিগ্ধতা।যেখানে আম,জাম,শিমুল,পলাশের ছায়ার তলা দিয়ে তাঁর গল্পগ্রন্থ ছোট নদীর মতো প্রবাহিত। তাতে রবীন্দ্রনাথের পদ্মার দার্শনিক বিস্তৃতি নেই। তবে কখনো কখনো বাণ হয়তো ডাকে—কিন্তু পদ্মার মতো দুকূল ...

অমলকান্তি (WBCROS XI)কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো।

'অমলকান্তি' কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো (পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চমাধ্যমিক -WBCROS,XI)          •আমরা জানি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাস্তববাদী কবি। আর সেই কবির অন্যতম কবিতা 'অমলকান্তি'। এই অমলকান্তি কবির অন্যতম বন্ধু এবং সহপাঠী। এই অমলকান্তি সম্পর্কে আমরা কবির কাছ থেকে জানতে পারি-সে প্রতিদিন স্কুলে দেরি করে আসে,শুধু তাই নয়, ক্লাসে কোনদিন পড়া পারত না। তবে শিক্ষক মহাশয় তাকে পড়া জিজ্ঞাসা করলে সে অবাক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকতো। আর এখান থেকে আমরা জানতে পারি-                 কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাস্তববাদী কবি হওয়ার কারণে অমলকান্তির শিক্ষাজীবন থেকে তার পেশাগত জীবনের কথা এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। অমলকান্তির জীবন কাহিনীকে কবি কখনো প্রত্যক্ষভাবে আবার কখনো সর্বনাম এর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। যেখানে-     অমলকান্তি কবিতায় আমরা জানতে পারি, কবির বন্ধুরা সকলেই তাদের ইচ্ছা অনুসারে নিজ নিজ জীবন জীবিকায় প্রতিষ্ঠা পেয়েছেন। আর সেখানে কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ শিক্ষক ...

ট্রাজেডিমূলক(ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স)নাটক রচনায় শেক্সপিয়ারের অবদান আলোচনা করো।

ট্রাজেডিমূলক নাটক রচনায় শেক্সপিয়ারের অবদান আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স)।         আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে,জীবনের গভীর রহস্য গুলি উপলব্ধি করতে শিখেছিলেন এক দীর্ঘদিনের সাধনার ফলে। তবে ট্রাজেডি মূলত বিয়োন্তক পরিণতি হলেও তাঁর পরিণত বয়সের এই ফসল বিশেষ করে পাঠকেরা নৈরাশ্যের বদলে মনুষত্বের সুর শুনতে পেয়েছিলেন। যেখানে গ্রীক ট্রাজেডিতে নায়কেরা অধিকাংশ ক্ষেত্রেই নিজের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু শেক্সপিয়ারের ট্রাজেডি নাটকের নায়কেরা তাদের নিজের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করেছে। আসলে-      ট্রাজেডি নায়কেরা উচ্চ বংশজাত, কারণ তাঁদের জীবন এবং মৃত্যু সমগ্র রাষ্ট্র বা সমাজকে প্রভাবিত করে। সবসময় নায়কেরা হয়তো দেবচরিত্র হয় না, তবুও তাদের প্রত্যেকের মধ্যেই সুপ্ত বা প্রকাশিত মহত্বের বীজ থাকে। আসলে শেক্সপিয়ারের নায়কেরা অদৃষ্টের তাড়নায় হয়তো কোথাও মার খেতে হয় বা অপমানিত হতে হয়, এ কথা তাদের জীবনের ধ্রুব সত্য। তবে তাঁর নায়কেরা অদৃষ্টের চেয়ে পুরুষকারে বেশি বিশ্বাসী। তবে-       ...

রামমোহন রায় (3rd.Sem) বাংলা গদ্যের জনক বা গদ্য সাহিত্য বিকাশে তাঁর অবদান আলোচনা করো।

রামমোহন রায় বাংলা গদ্যের জনক বা গদ্যসাহিত্যের বিকাশে তাঁর অবদান অসামান্য- আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার বাংলা মেজর) ।            আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, বাংলা নবজাগরণের যুগে এই বাংলায় রামমোহন রায়ের আবির্ভাব। আসলে তিনি আধুনিক বাংলাদেশের নবজাগরণের অগ্রপথিক। তবে তিনি শুধুমাত্র বাংলা গদ্যের লেখক নন, তিনি বাংলাদেশের আধুনিক চিন্তাধারার প্রবর্তক। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেন-      "রামমোহন রায়কে আমাদের বর্তমান                              বঙ্গদেশের নির্মাণকর্তা বলিয়া আমরা জানি।                 কি রাজনীতি কি সমাজনীতি এমন কিছু নাই।                রামমোহন রায় স্বহস্তে সূত্রপাত করিয়া যান নাই।"               •গদ্য সাহিত্যের প্রেরণাঃ  সামাজিক অভিজ্ঞতাই রামমোহনের গদ্য সাহিত্যের প্রেরণা। তাঁর মধ্যে সকল প্রাবন্ধি...

ব্রিটেন ও(3rd. Sem) মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো।

ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটির ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় সেমিস্টার মাইনর) ।                      আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, আধুনিক কালে আইন প্রণয়নের কাজ জটিল ও বিশেষীকৃত হয়ে পড়েছে। আর সে কারণে আইন প্রণয়নের কাজে আইনসভাকে সাহায্য করার জন্য কমিটি ব্যবস্থার সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতিক্রম নয়। উভয় দেশেই আইনসভায় কমিটি ব্যবসার প্রচলন দেখা যায়। উভয় দেশের মধ্যে কমেডি ব্যবস্থার যে তুলনামূলক বৈশিষ্ট্য দেখা যায় তা হলো - •১) আইনগত পার্থক্যঃ  ব্রিটেনে কমিটি গুলির সদস্যগণ একটি মনোনয়ন কমিটির দ্বারা নিযুক্ত হন। কিন্তু-             মার্কিন যুক্তরাষ্ট্রে কমিটি গুলির সদস্যগণ প্রতিটি কক্ষের সরকারি ও বিরোধী সদস্যের নিয়ে গঠিত 'কমিটি গুলির কমিটি' দ্বারা নিযুক্ত হন। •২) সংখ্যা ও আয়তন কত পার্থক্যঃ ব্রিটেনে কমিটির সংখ্যা কম এবং কমিটিগুলির সদস্য সংখ্যাও কম। কিন্তু-         ...

নজরুল ইসলামের (3rd.Sem) কবি প্রতিভার পরিচয় দাও।

বাংলা কাব্য ও কবিতায় কাজী নজরুল ইসলামের কবি কৃতিত্বের পরিচয় দাও (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর)। আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, রবীন্দ্র যুগে তিনজন কবি অতি ধীরলয় গতিতে বর্ধিত হয়েছেন। শুধু বর্ধিত নয়, তাঁরা রবীন্দ্রবাণীকণিকা থেকে রস আহরণও করেছেন। কিন্তু তাঁদের বেশ কিছু মৌলিক নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা তাঁরা প্রবুদ্ধ হয়েছিলেন। আর সেই সকল চিন্তা ভাবনায় প্রবুদ্ধ হয়ে যে সমস্ত কাব্য ও কবিতা তাঁরা রচনা করেছেন,তার মধ্যে ভাষা ভঙ্গিমায় রবীন্দ্রানুসরণ লক্ষ্য করা গেলেও তাঁদের বক্তব্যের মধ্যে অদ্ভুত অভিনবত্বের সূচনা হয়েছিল। বলা যায় পরবর্তীকালে রবীন্দ্রপন্থা পরিত্যাগ করে আধুনিক বাংলা কবিতা যে নতুন পথে যাত্রা করেছে, তার প্রধান প্রথম পথিক হলেন কাজী নজরুল ইসলাম। যাঁর মধ্যে ছিল আধুনিক বাংলা কবিতার রস ও রবীন্দ্র প্রভাব ছাড়িয়ে নতুন পথে যাত্রার শুভ ইঙ্গিত। যেখানে -           কাজী নজরুল ইসলাম রুদ্রভাবের কবিতা লিখে যে অভিনবত্বের সূচনা করেন, তার বিস্ফোরণের কিছুকাল স্বয়ং কবিগুরুও ম্লান হয়ে গিয়েছিলেন। আসলে নজরুলের জীবন ও কাব্য দুই-ই বি...

UK আইন (3rd.Sem) সভার কার্যাবলী আলোচনা করো।

UK আইন সভার কার্যবিবরণী আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান, মাইনর সিলেবাস)।                কমন্সসভা,লর্ডসভা ও রাজা বা রানীকে নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট বা আইনসভা গঠিত হয়। কমন্সসভা ও লর্ডসভা হলো ব্রিটিশ আইনসভার দুটি কক্ষ। সেখানে কমন্সসভা হলো নিম্নকক্ষ আর লর্ডসভা হল উচ্চকক্ষ। অর্থাৎ ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। সেখানে শাসনতান্ত্রিক বিবর্তনের মধ্যে দিয়ে দীর্ঘকালীন ক্রমবিকাশের ফলে ব্রিটেনের কমন্সসভা ও লর্ডসভার উৎপত্তি ও বিকাশ ঘটেছে। যেখানে-                 •কমন্সসভার কার্যাবলী•  •১) আইন প্রণয়নঃ ব্রিটেনের কমন্সসভা হলো জনপ্রতিনিধিত্বমূলক কক্ষ, যে কক্ষের প্রধান কাজ হল আইন প্রণয়ন করা। এই সভাকে প্রতিবছর অনেক আইন পাস করতে হয় এবং যাবতীয় গুরুত্বপূর্ণ বিল এই সভায় উত্থাপিত হয়। তবে এখানে রাজা বা রানীর আইন সংক্রান্ত ক্ষমতাও আনুষ্ঠানিকমাত্র। •২) অর্থ সংক্রান্ত ক্ষমতাঃ ব্রিটেনের পার্লামেন্টের আইন অনুযায়ী অর্থ সংক্রান্ত বিষয়ে লর্ডসভার ক্ষমতা সীমাবদ্ধ। অর্থবি...

USA/মার্কিন (3rd.Sem) যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা

USA /মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা (পশ্চিমবঙ্গের রাষ্ট্র বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সম্পর্কে ফিলাডেলফিয়া সম্মেলনে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান একদিকে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং অন্যদিকে অঙ্গরাজ্যসমুহের বিচার ব্যবস্থার প্রবর্তন করা হয়। আবার মার্কিন সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং অঙ্গরাজ্য গুলির সংবিধান অনুসারে অঙ্গরাজ্যগুলির বিচারব্যবস্থা পরিচালিত হয়। আর সেই বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আমরা নিম্নসূত্রাকারে আলোচনা করতে পারি-          •মার্কিন বিচার ব্যবস্থা হল দ্বৈত বিচার ব্যবস্থা যেখানে একদিকে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং অপরদিকে অঙ্গরাজ্যের বিচার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুসৃত হওয়ায় আমেরিকার আইন, শাসন ও বিচার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা ভাবে চলে।       • আসলে জনগণের স্বাধীনতা রক্ষা ও ন্যায় বিচারের স্বার্থে আমেরিকায় একটি স্বতন্ত্র ও স্বাধীন বিচারব্যবস্থা স্থাপিত হয...

USA(মার্কিন যুক্তরাষ্ট্র)(3rd.Sem) আইনসভার কার্যাবলী লেখ

USA( মার্কিন যুক্তরাষ্ট) আইনসভার কার্যাবলী লেখো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। মার্কিন কংগ্রেস একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আর সেদেশে কংগ্রেসের নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা আর উচ্চকক্ষের নাম হলো সিনেট। যেখানে প্রতিনিধি সভা জনগণের প্রতিনিধির দ্বারা গঠিত হয়, আর সিনেট গঠিত হয় প্রত্যেক রাজ্য থেকে দুজন প্রতিনিধি নিয়ে। প্রতিনিধি সভার সদস্যরা গণতান্ত্রিক নীতি অনুসারে সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে, আর সিনেটের সদস্যরা যুক্তরাষ্ট্রীয় নীতির ভিত্তিতে অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে। যেখানে-      মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি সভা আইন প্রণয়ন, অর্থ সংক্রান্ত ক্ষমতা, নির্বাচনমূলক ক্ষমতা, সংবিধান সংশোধন করার মতো গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে থাকে।সেখানে-                প্রতিনিধি সভা মূলত আইন প্রণয়নকারী সংস্থা। তাই এই সংস্থায় যেকোন বিল এই সভায় উত্থাপন করা যায়। পাশাপাশি এই সভায় কেবলমাত্র অর্থবিল উত্থাপন করা যায়। এছাড়াও প্রতি চার...

আকবরের (3rd.Sem) ধর্মীয় নীতি আলোচনা করো।

সম্রাট আকবরের ধর্মীয় নীতি আলোচনা করো [পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস তৃতীয় সেমিস্টার মাইনর]।         •আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, মুঘল আমলের যে ক'জন শাসক খ্যাতির শীর্ষে অবস্থান করার সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সম্রাট আকবর। তবে বলা যায়, তাঁর শ্রেষ্ঠত্বের এবং মহত্ত্বের মধ্যে এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। তাঁর মধ্যে যে মানবতাবাদী ধর্মনীতি ছিল তা সকলের কাছে উচ্চ প্রশংসিত হয়েছিল। বলা যায় তাঁর ধর্মমত ভারতে এক নতুন চেতনার উন্মেষ ঘটায়। যেখানে গতানুগতিকতার বাইরে মানুষকে নতুনভাবে ভাবিয়ে তুলেছিল তাঁর ধর্মীয় নীতি। আর সেখানে আমরা দেখি- •আকবরের ধর্মনীতিঃ সম্রাট আকবরই প্রথম ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা প্রবর্তন করেন। যেখানে তিনি বুঝতে পেরেছিলেন যে, হিন্দুস্থানের সম্রাটকে জাতি, ধর্ম, নির্বিশেষে সকল সম্প্রদায়ের স্বাভাবিক আনুগত্যের উপর নির্ভরশীল জাতীয় সম্রাটের মর্যাদায় অধিষ্ঠিত হতে হবে। তাই তিনি রানী এলিজাবেথ, রাজা দ্বিতীয় ফিলিপ এবং মার্টিন লুথারের অনুকরণে পাক-ভারতে ধর্মীয় সংস্কারে ব্রতী হয়েছিলেন। আর সেখানে তার ধর্মনীতিতে দেখা যায়- •১) যুগ ধ...

ইতিহাস (3rd Semester) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার ইতিহাস মাইনর)। ১)বন্দেগান-ই-চাহালগানি বলতে কী বোঝায়? •উত্তরঃবন্দেগান-ই-চাহালগান বলতে চল্লিশ জন তুর্কি ও অ-তুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে বোঝায়। এই বাহিনীকে ডাল চালিশা বা তুরকান-ই- চাহালগানি নামে ডাকা হতো। ২)আমির খসরু কে ছিলেন? •উত্তরঃ আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেফ নিজামউদ্দিন আওলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা। যাঁকে 'ভারতের তোতা' উপাধি দেওয়া হয়েছিল। ৩) মহরানা প্রতাপ কে ছিলেন?  •উত্তরঃ মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিং। যিনি রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। ৪) জায়গীরদারী সংকট কী? •উত্তরঃ জায়গিরদারী সংকট ছিল মোগল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট। এই সংকটে জমি বা জায়গিরের অভাব দেখা দিয়েছিল। যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না। ৫) দাক্ষিণাত্য ক্ষত কী? •উত্তরঃ দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীত...

সুভাগার জীবন (3rd. Semester) কাহিনী লেখো রাজকাহিনী গল্পগ্রন্থ অবলম্বনে।

সুভাগার জীবন কাহিনীটি আলোচনা করো রাজকাহিনী গল্পগ্রন্থ অবলম্বনে (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, বাংলা মাইনর)। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি গল্পগ্রন্থ রাজকাহিনী। আর সেই গল্পগ্রন্থের একটি গল্প শিলাদিত্য। যে গল্পে গল্পকার সুভাগার এক করুণ জীবন কাহিনী চিত্রিত করেছেন। আসলে অবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকেন না, তিনি ছবি লেখেন। রাজকাহিনী গল্পে ঠিক এই ধরনের ছবি আমরা স্পষ্টতই দেখতে পাই। আর সেই সকল ছবিগুলির বর্ণনার গুণে তারই সৃষ্ট চরিত্রগুলি জীবন্ত হয়ে ওঠে। ঠিক এমনই এক চরিত্র সুভাগা।    সুভাগা ব্রাহ্মণ বেদবিদ দেবাদিত্যের কন্যা। বিয়ের রাতে তার স্বামী মারা যাওয়ার কারণে তার শ্বশুর শাশুড়ি মিলে সুভাগাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর সুভাগা দেশের মধ্যে কোথাও একটু আশ্রয় ছিল না। ঠিক এ এরূপ পরিস্থিতির মধ্যে সুভাগা সূর্য মন্দিরের এক বৃদ্ধ পুরোহিত কাছে এসে আশ্রয় ভিক্ষা করলো। সূর্যমন্দিরে ব্রাহ্মণ পুরোহিত একাই থাকতেন। বলা যায় সেই মন্দিরের সব কাজ তিনি একাই করতেন। তবে একাকী থাকার কারণে তাঁর একজন সঙ্গীর ভীষণ ...

হাম্বিরের রাজ্যলাভ(3rd Sem.)গল্পে হাম্বির কীভাবে রাজা হয়ে উঠলেন আলোচনা করো।

হাম্বীরের রাজ্যলাভ গল্পে হাম্বির কীভাবে রাজা হয়ে উঠলেন, আলোচনা করো।(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মাইনর) মহারাজা হাম্বির কৈলোরের কেল্লায় থাকাকালীন তাঁর আয়ত্তে ছিল বেশ কয়েকটি গ্রাম ও প্রায় ২০০০ রাজপুত সৈন্য। এই হাম্বিরের যেকোনো কারণে কৌলোরে এসে আশ্রয় গ্রহণ করেন। মহম্মদ খিলজর হয়ে চিতোরের সিংহাসনে বসে মালদেব মেবার শাসন করতেন। তবে-       মাতা লছমি ভেবেছিলেন হাম্বির হয়তো রাজ্য উদ্ধারের জন্য কোন কিছু করছে না। এখানে পুত্র হাম্বির প্রমাণ করেন যে, মাতা লছমির ধারণা সঠিক নয়। আর মায়ের আশা পূর্ণ করতে হাম্বির গোটা গ্রামকে দেওয়ালির সময় আলোয় পরিপূর্ণ করে দিলেন। আর গ্রামের এরূপ দৃশ্য দেখে হাম্মিরের মা একটু অবাক হলেন বটে। কারণ সেখানে সে গ্রামের লোকেদের জন্য ও ভীলদের জন্য প্রদীপ ও তেলের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই প্রদীপ জ্বালিয়ে গোটা গ্রামের লোক আনন্দে মেতে উঠলেন।তবে-        হাম্বির এই গ্রামটির একটি নতুন নাম দেওয়ার চেষ্টা করলে মা লছমি জানায় শুধু গ্রামের নতুন নাম নয়, সেই সাথে একটি লক্ষ্মী বউও আনতে হবে। মাতা পুত্রের এই কথোপকথ...