বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মিত্র র অবদান আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, বাংলা, মেজর )। ভূমিকাঃ আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ংবেঙ্গল দলের অন্যতম নেতা প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্যে বিশেষ কৃতিত্বের পরিচয় রেখে গেছেন। বঙ্কিমচন্দ্রের পূর্বে বাংলা গদ্যে যে পালাবদল হয়েছে তার পশ্চাতে ছিল বাংলা ভাষা ও সাহিত্যির দীপ্ত ব্যক্তিত্ব। আর- সেই সকল দীপ্ত ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ছিলেন প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের বেশি প্রসিদ্ধ ছিলেন। আসলে প্যারীচাঁদ জনকল্যাণের জন্যই কলম ধরেছিলেন স্ত্রীসমাজের সর্বাঙ্গীণ উন্নতি ছিল তাঁর একমাত্র আশা-আকাঙ্ক্ষা এবং প্রয়াস। তবে তাঁর গ্রন্থ গুলিতে সাহিত্যবোধের কোন অভাব ঘটেনি, তাই তিনি জ্ঞ...