Skip to main content

Posts

Showing posts from December, 2024

বই কেনা(XI,2nd) প্রবন্ধের প্রশ্ন উত্তর

১) "তাই এই অবিচ্ছেদ্য চক্র”- চক্রটি কী? চক্রটি অবিচ্ছেদ্য কেন? এই চক্রটির ভাঙ্গার উপায় কী?(পশ্চিমবঙ্গ উচ্চমধ্যমিক সংসদ, একাদশ শ্রেণি, বাংলা, দ্বিতীয় সেমিস্টার)               •সৈয়দ মুজতবা আলীর অন্যতম গ্রন্থ পঞ্চতন্ত্র। আর সেই পঞ্চতন্ত্র গ্রন্থের অন্যতম প্রবন্ধ বই কেনা।সেই বই কেনা প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে চক্র হলো বই সস্তা নয় বলে লোকে বই কেনেনা। আর লোকে বই কেনেনা বলেই বই সস্তা হয় না।        •আসলে আমাদের এই বাঙালীদের মধ্যে বই কেনার প্রবণতাটা ভীষণভাবে কমে গেছে। যার ফলে বই বিক্রিবাটা কম বলা যেতেই পারে। আর বই বিক্রি কম হলে স্বাভাবিকভাবে প্রকাশক বইয়ের দাম বাড়িয়ে দেয়। কারণ পর্যাপ্ত পরিমাণে তার লাভ না হলে সংসার কোন মতেই চলবে না। আর এইসব কারণেই কম পয়সায় ভালো বই প্রকাশে প্রকাশকরা কোন মতেই ঝুঁকি নিতে ইচ্ছুক নয়। তাই বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দেউলী হওয়ার ঝুঁকিও আছে। আর এটাই হলো বইকেনা প্রবন্ধের একটি অবিচ্ছেদ্য চক্র। যে চক্রটি ভাঙ্গা যায় না। তবে -      •আলোচ্য প্রবন্ধের অবিচ্ছেদ্য চক্রটি ভাঙ...

ব্রিটেনে(3rd. Sem) রাজতন্ত্র টিকে থাকার কারণগুলি আলোচনা করো।

ব্রিটেনে রাজতন্ত্র সংস্থা থাকার কারণগুলি আলোচনা করুন। (ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ৩য় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান, মাইনর সিলেবাস) •১)রক্ষণশীল মনোভাবঃ আমরা জানি তাই অতীত ও ঐতিহ্যপূর্ণ রাজতন্ত্রকে আজও কার্যকর করে। এখানে রাজতন্ত্রের প্রতি ভালোবাসার সুগভীর। তবে রাজতন্ত্রের অবলুপ্তির কথা স্বপ্নেও ভাবেন না।  ২) রাজতন্ত্র গণতন্ত্র নয়ঃ ব্রিটেনের রাজতন্ত্র গণতন্ত্র বিকাশে কোন বাঁধা দাঁড়াচ্ছে না।  •৩) অর্থনীতি নয়ঃ ব্রিটেনের রাজপদ বংশানুক্রমিক রাজনীতি নির্বাচনের জন্য বিপুল অর্থের শক্তি করতে না হয়। ব্রিটেনে রাজপদ গঠনের জন্য চুক্তিবদ্ধ হওয়া থেকে কম অর্থ প্রদান করা হয়। তাই এখানে রাজতন্ত্রে বিপুল অর্থের সাশ্রয় হয়। •৪) জাতীয় ঐক্যের প্রতীকঃ ব্রিটেনে রাজতন্ত্র দেশাত্মবোধের কেন্দ্রবিন্দু এবং জাতীয় ঐক্যের প্রতীক। আর সেদেশে রাজা বা অভিষেক এক রাণীর চরিত্রে পরিণত হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে রানির জয়গান করা হয়।  ৫) কমনওয়েল দেশের মধ্যেসূত্রঃ ব্রিটেনের সাথে অন্যান্য সদস্য রাষ্ট্র যোগসূত্র যোগান রাজা বা রাণী। শুধু তাই নয়, রাজাণীর এই ভূমিকা অমান্য করা সেদেশের সাহায্য করা ...

চৈতন্যজীবনী(1st.Sem Mejor )রচনার কারণ আলোচনা করো।

চৈতন্যজীবনী রচনার কারণ আলোচনা করো ।•অথবা চৈতন্যদেবকে অবলম্বন করে মধ্যযুগে চৈতন্যজীবনী কাব্য রচনার কারণ আলোচনা করো।                 •আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, চৈতন্যজীবনী সাহিত্য বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই একটু বলা দরকার যে- কোন কারণে মধ্যযুগে চৈতন্যজীবনী গুলি রচিত হয়েছিল। আর সেখানে আমরা দেখি-               স্বকালে অনেক ধর্মগুরুই পুরুষোত্তম রূপে বন্দিত হয়ে থাকেন। শুধু তাই নয়, তদীয় ভক্ত শিষ্যাদি তারা পূজার্যাদি লাভ করে থাকেন। কখনো কখনো ভক্ত হয়তো তার অলৌকিক জীবনের মাহাত্ম্য রচনায় তৎপর হয়েও থাকেন। কিন্তু ওই ধর্মগুরুগণ উল্কা কিংবা ধূমকেতুর সঙ্গেই বড়জোর উপমিত হতে পারেন। ফলে এদের ক্ষণভাস্বর মাহাত্ম্য তাঁদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই তিরোহিত হয়। কিন্তু -             চৈতন্য মহাপ্রভু ক্ষণজন্মা পুরুষ। লোকোত্তর প্রতিভার অধিকারী এই মহাপুরুষের দীপ্তি ও অন্তর্ধানের পরও বাংলা তথা ভারতের আকাশমণ্ডল কে জ্যোতিষ্মান করে রেখেছে। তাই তার বক্তব্যেন্দু শুধু তিরোধানের অব্যবহিত পরেই নয় দী...

ব্রিটেনে(3rd.Sem)রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

ব্রিটেনে রাজশক্তির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।•(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান,মাইনর) ভূমিকাঃ আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, ব্রিটেনের রাজতন্ত্র পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান যা এখনো টিকে আছে।তবে একদা রাজতন্ত্র অবাধ ক্ষমতা ভোগ করলেও বর্তমানে রাজতন্ত্রের ক্ষমতার সীমাবদ্ধ। তত্ত্বগতভাবে ব্রিটেনে রাজা বা রাণী বিপুল ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে রাজা বা রাণীর ক্ষমতা আনুষ্ঠানিকমাত্র। আসলে সেদেশে রাজা বা রাণী নিয়মতান্ত্রিক শাসক মাত্র।আর সেই রাজা বা রাণীর ক্ষমতার উৎস হলো দুটি--          ক) রাষ্ট্রপতির বিশেষাধিকার।                                       খ) পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন। আর সেদেশে রাজা বা রাণী যেসব ক্ষমতা ভোগ করেন সেগুলি হলো - •ক) শাসন সংক্রান্ত ক্ষমতাঃ ব্রিটেনে তত্ত্বগতভাবে সমস্ত শাসন ক্ষমতা ভোগ করেন রাজা বা রাণী। রাজাবা রানীর শাসন সংক্রান্ত ক্ষমতা গুলি হল- আইন সমূহ ঠিক ঠিক ভাবে কার্যকর হচ্ছে কিনা তা ...

আকবরের(3rd Sem )ধর্মীয় নীতি বিশ্লেষণ করো।

আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো( পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, ইতিহাস মাইনার)           •আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, মধ্যযুগীয় ভারতের ইতিহাসে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অঙ্গনে তথা সাম্রাজ্যের সকল রকম কার্যাবলীতে ধর্মনিরপেক্ষতার বিরল দৃষ্টান্তে স্থাপন করে আকবর ভারত তথা বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন। তবে প্রসঙ্গত ঐতিহাসিকরা মনে করেন-     "আকবরের ধর্মনিরপেক্ষ চরিত্র গঠনে।                           তার পূর্বপুরুষ ও বন্ধু-বান্ধব এবং তার গৃহ                     শিক্ষকের যথেষ্ট প্রভাব রয়েছে।"              তবে উক্ত বিষয়ে যথেষ্ট বিতর্ক ও মতভেদ আছে।আর বিতর্ক যাই থাকুক না কেন, আকবরের পিতা-মাতার ধর্মীয় উদারতা, গৃহ শিক্ষকের শিক্ষানীতি, আবুল ফজলের সাহচর্য, আকবরকে ধর্মীয় ব্যাপারে উদারনীতি গ্ৰহণে সহায়তা করেছিল। তবে ঐতিহাসিক স্মিথ আকবরের ধর্মনীতি সমালোচনা করে বলেন-    "A...

মার্কিন (3rd.Sem.) যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের cabinet এর তুলনামূলক আলোচনা

মার্কিন যুক্তরাষ্ট্র,ফ্রান্স ও ব্রিটেনের ক্যাবিনেটের তুলনামূলক আলোচনা করো।  আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনে উদারনৈতিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত। কিন্তু তিনটি দেশের শাসনব্যবস্থার প্রকৃতি এক রকম নয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা, ব্রিটেনে সংসদীয় শাসন ব্যবস্থা এবং ফ্রান্সে সংসদীয় ও রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার সমন্বয় দেখা যায়। এক্ষেত্রে তিনটি দেশের মধ্যে ক্যাবিনেটের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষণীয়।আর সেই বৈসাদৃশ্য গুলি হল– প্রথমতঃ.   •ক্যাবিনেট সদস্য নিয়োগ সংক্রান্ত •        ব্রিটেনে কমন্সসভার সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকে ক্যাবিনেট সদস্যরা নিযুক্ত হন। অর্থাৎ ক্যাবিনেট সদস্যরা সবাই কমন্সসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হন। অপরপক্ষে-                                                               •আমেরিকা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি সা...

গৌণ (গোষ্ঠী কাকে বলে? গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য গুলি লেখো। শিক্ষায় গৌণ গোষ্ঠীর ভুমিকা লেখো।

গৌণ গোষ্ঠী কাকে বলে? গৌণগোষ্ঠীর বৈশিষ্ট্য গুলি লেখো।  শিক্ষায় গণগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, শিক্ষা বিজ্ঞান, মাইনর)।               আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর সাথে সাথে আরেক ধরনের সামাজিক গোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়।যে গোষ্ঠীগুলি আকারে বৃহত্তর হয় এবং এগুলি বিশেষ উদ্দেশ্য যুক্ত গোষ্ঠী হিসেবে প্রতিপন্ন। তবে এই গোষ্ঠীতে সদস্যদের মধ্যে সান্নিধ্য থাকে না। তাই এই ধরনের গোষ্ঠীগুলোকে বলা হয় গৌণ গোষ্ঠী। যার প্রকৃষ্টতম উদাহরণ হল- রাজনৈতিক দল, বণিকসভা প্রভৃতি। বিখ্যাত শিক্ষাবিদ ডেনিসের মতে-          "Secondary groups can be broadly                      defined as opposite to primary                           groups."        আসলে কোন উদ্দেশ্যকে কেন্দ্র করে, পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে যখন কিছু সংখ্যক মান...

গণতান্ত্রিক (XI-2nd.Sem) শাসনব্যবস্থাল বিপক্ষে যুক্তি।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে যুক্তি দেখাও।(BA,1st.Sem./XI, Second Semester)                  • আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, গোটা পৃথিবীতে গণতন্ত্রের স্বপক্ষে বলিষ্ঠ প্রচার ও সমর্থন থাকলেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অর্থাৎ বিপক্ষে বেশ জোরালো যুক্তি আছে। আর সেখানে দেখা যায় অক্ষম ও অযোগ্যের শাসন ব্যবস্থা এবং এই গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিতান্তই অস্থায়ী ক্ষণভঙ্গুর। আর সেখানে আমরা দেখি- •√ ১) অক্ষম অযোগ্যের শাসন ব্যবস্থাঃ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্য নির্ভর করে শাসকগণের দক্ষতা, শিক্ষা ও বিচার বিবেচনার ওপর। গণতন্ত্রে শিক্ষা ও গুণগত যোগ্যতার বিশেষ সমাদর নেই ও গুণগত যোগ্যতা অপেক্ষা সংখ্যার উপর প্রাধান্য আরোপ করা হয়। অধিকাংশ মানুষ অশিক্ষিত ও রাজনৈতিক চেতনহীন বলেই অজ্ঞতা,অশিক্ষা অযোগ্যতাই এই শাসনব্যবস্থায় প্রতিফলিত হয়। •২) নিম্নস্তরের নেতৃত্বঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নেতৃত্বের যোগ্যতাকে বিশেষ সমালোচনা করা হয়েছে। এরূপ শাসনব্যবস্থার ক্ষেত্রে গণতান্ত্রিক নেতৃত্ব শিক্ষা, ধর্ম,কলা প্রভৃতি অতীত দিনের হতে বিশেষ নিম্নমানের এবং...

গণতন্ত্রের(XI-2nd semester.)পক্ষে যুক্তিগুলি আলোচনা করো।

গণতন্ত্রের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, যুগ যুগ ধরে গণতন্ত্রের আদর্শ সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছে। তাই বিভিন্ন যুগে রাজনীতিবিদ, দার্শনিক ও চিন্তা নায়কগণ গণতন্ত্রের তাৎপর্য ও মূল্য সম্পর্কে বিতর্কের ঝড় তুলেছেন। আর সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বপক্ষে যেরূপ বলিষ্ঠ সমর্থন মিলেছে, ঠিক তেমনি এর বিরুদ্ধেও সমালোচনা কম হয়নি। আর সেখানে-            গ্ৰীসের অ্যারিস্টটল, জন স্টুয়ার্ট মিল,বেন্থাম, বার্কার,ল্যাক্সি প্রমুখ লেখকগণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বপক্ষে বলিষ্ঠ যুক্তি প্রদর্শন করেছেন। অপরদিকে-হেনরী মেইন,লেকী,ট্রিটসকে প্রমুখ চিন্তাবিদ গণতন্ত্রের তীব্র সমালোচনাও করেছেন।                 •গণতন্ত্রের স্বপক্ষে যুক্তি• •১) সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয়ঃ গণতন্ত্রই একমাত্র শাসন ব্যবস্থা যার মাধ্যমে রাজনৈতিক সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয়। রাজনৈতিক সত্যের উপলব্ধির জন্য প্রয়োজন সকলের মধ্যে আলাপ-আলোচনা ও ভাব বিনিময়। গণতান্ত্রিক শাসনব্য...

শ্রী চৈতন্যচরিতামৃত গ্ৰন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

শ্রী চৈতন্যচরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, প্রথম সেমিস্টার, বাংলা মেজর) আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, বৃন্দাবন দাসের মতোই কৃষ্ণদাস কবিরাজও মহাপ্রভুর জীবন কাহিনী অবলম্বনে বৈষ্ণব-ধর্ম প্রচারের ব্রত গ্রহণ করেই আলোচ্য গ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছিলেন। বৃন্দাবন দাস সম্ভবত কবিপ্রাণ ছিলেন বলেই তাঁর রচনায় কখনও কখনও গীতি প্রাণতা বা আবেগ প্রকাশ পেয়েছে। কিন্তু কবিরাজ গোস্বামী ছিলেন একান্তই রসকষহীন নৈষ্ঠিক বৈষ্ণব পন্ডিত। তাই তাঁর গ্রন্থ আকারে মহাকাব্যতুল্য হলেও এতে কবির কবিধর্মের কোন পরিচয় পাওয়া যায় না। প্রসঙ্গগত অধ্যাপক পরেশচন্দ্র ভট্টাচার্য বলেন-      “বাংলা ভাষায় বস্তুনিষ্ঠ মননশীল সাহিত্যের                  অপেক্ষাকৃত স্বল্পতা এই যুগেও বর্তমান। সমগ্র       প্রাচীন ও মধ্যযুগে এই ধরনের রচনা প্রায় দুর্লভ        বলিলেও অত্যুক্তি হয় না।”                          ...

ফরাসি ও (3rd.Sem)মার্কিন রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা করো।

ফরাসি ও মার্কিন রাষ্ট্রপতির তুলনা আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার,রাষ্ট্রবিজ্ঞান, মাইনর)।              আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, রাষ্ট্রপ্রধান হিসেবে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের দেশেই একজন করে রাষ্ট্রপতি আছেন। তবে উভয় দেশের শাসন ব্যবস্থার প্রকৃতি কিন্তু একরকম নয়। মার্কিন রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা অনুসারে শাসনবিভাগীয় যাবতীয় ক্ষমতা রাষ্ট্রপতি হাতে ন্যাস্ত আছে। তত্ত্বগতভাবে এবং বাস্তবগতভাবে রাষ্ট্রপতি হলেন সরকার ও রাষ্ট্রের প্রধান। একক রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সংবিধান দ্বারা স্বীকৃত।                                                                                     ফ্রান্সের শাসনব্যবস্থা হল রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় ব্যবস্থার মিশ্রণ। তাই ফ্রান্সকে আধা-রাষ্ট্রপতি শাসিত ও আধা-সংসদীয় শাসন ব...

আমেরিকা(3rd.Sem) যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি আলোচনা করো।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি আলোচনা করো(পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় সেমিস্টার, মাইনর)। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিঃ সরকারের তিনটি বিভাগ হলো আইন,শাসন ও বিচার বিভাগ। আর সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারি তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে অবস্থান প্রত্যেকের স্বাধীনতা এবং একে অন্যের ক্ষেত্রে হস্তক্ষেপ না করাকে বোঝায়। অর্থাৎ এই ব্যবস্থায়-         একই ব্যক্তির একাধিক বিভাগে যুক্ত না থাকা এক বিভাগ অন্য বিভাগের কাজ না করা এবং এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ না করা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তিনটি দিক। এখানে সরকারি ক্ষমতা একই বিভাগের হাতে কেন্দ্রীভূত থাকলে বা একই ব্যক্তি বিভিন্ন বিভাগে কাজের সঙ্গে যুক্ত থাকলে অন্যায় ভাবে আইন প্রনয়ণ করে ,অন্যায় ভাবে তার প্রয়োগ এবং অন্যায় ভাবে কাউকে শাস্তি দানের ঘটনা ঘটতে পারে। আর সে কারণেই ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি ভীষণ প্রয়োজন।  তাই-                                        ...

প্রাথমিক(3rd.Sem) বা মুখ্যগোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

প্রাথমিক বা মুখ্যগোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।  • প্রাথমিক মুখ্য গোষ্ঠীঃ প্রাথমিক গোষ্ঠী হল এক অন্তরঙ্গ সংগঠন।যে সংগঠনটি অল্প সংখ্যক মানুষ নিয়ে গঠিত হয়। এই সংগঠনের প্রত্যেকটা সদস্যের মধ্যে প্রত্যক্ষ বা ব্যক্তিগত পরিচয় থাকে। আর সেই পরিচয়ের মাধ্যমে পরস্পরের মধ্যে স্বনিষ্ঠতাও বর্তমান থাকে। সেই সাথে থাকে প্রত্যেকের সাথে গভীর ও নিবিড় প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্ক। এই মুখোমুখি প্রত্যক্ষ, নিবিড়, অন্তরঙ্গ সম্পর্ককে বলা হয় প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী বা মুখোমুখি গোষ্ঠী। আর এরূপ গোষ্ঠী গুলি হল পরিবার, খেলার দল, বন্ধু গোষ্ঠী ইত্যাদি।সমাজবিজ্ঞানী জিসবার্ট এর মতে-                                                                         "প্রাথমিক গোষ্ঠী প্রত্যক্ষ ব্যক্তিগত সম্পর্কের                    ভিত্তিতে গঠিত হয়।" ...

শিক্ষাক্ষেত্রে(3rd.) ও মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো।

শিক্ষাক্ষেত্রে ও মানব সমাজে প্রাথমিক গোষ্ঠীর বা মুখ্য গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। • প্রথমতঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সমাজের অপরিহার্য বুনিয়াদি পরিবার বা প্রাথমিক গোষ্ঠী। যে গোষ্ঠীর মধ্যেই শিশু প্রথম জন্মগ্রহণ করে। আর সেখানে পরিবারের মধ্যেই শিশুর ব্যক্তিত্ব বিকশিত হতে শুরু করে। • দ্বিতীয়তঃ প্রাথমিক গোষ্ঠীগুলির মাধ্যমে শিশুর অন্তঃস্থ প্রেম, প্রীতি, ভালোবাসা, মমতা প্রভৃতি আবেগময় ও কোমল বৃত্তিগুলি বিকশিত হয়ে ওঠে। অতঃপর ব্যক্তি ও সমাজজীবনে এই বৃত্তিগুলি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। • তৃতীয়তঃ প্রাথমিক গোষ্ঠীগুলি সংস্কৃতির ধারক ও বাহক। আর এগুলির মাধ্যমেই সংস্কৃতি পরিবার গুলির মধ্যে সঞ্চারিত হয়। আর সেখানে শিশু জন্মের পর সচেতনতার সাথে সাথে সমাজ স্বীকৃত আচার-আচরণ, আদব-কায়দা, মূল্যবোধ, ন্যায় অন্যায় ইত্যাদি সম্বন্ধে ধারণা আয়ত্ব করে থাকে। • চতুর্থতঃ মানুষের মধ্যে সাধারণত যে স্বার্থপরতার মনোভাব থাকে, প্রাথমিকভাবে গোষ্ঠীর গভীর আন্তরিক ত্রিতিপূর্ণ পরিবেশে তা অনেকাংশে পরিবর্তিত হয়ে যায়। আর সেখানে মানুষের 'আমি সর্বস্ব'  চিন্তাভাবনা 'আমরা' মনোভাবের রূপান্তরিত হয...
ব্রিটিশ ও(3rd.Sem) মার্কিন ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ভূমিকাঃ আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, ব্রিটিশ সংসদীয় বা ক্যাবিনেট পরিচালিত শাসন ব্যবস্থার দেশ। তবে প্রথাগত ভিত্তিতে ব্রিটেনে ক্যাবিনেট ব্যবস্থা গড়ে উঠেছে। ব্রিটেনে ক্যাবিনেট ব্যবস্থার উদ্ভব হয় অষ্টাদশ শতাব্দীতে।              অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র হল রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থার দেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রপতির ক্যাবিনেট সম্পর্কে কোন উল্লেখ নেই। ব্রিটেনের মতো মার্কিন ক্যাবিনেটও প্রথাগত ভিত্তিতে গড়ে উঠেছে। আর সেই নিরিখে ব্রিটিশ ও মার্কিন ক্যাবিনেট ব্যবস্থার মধ্যে নিম্নে তুলনামূলক আলোচনা করা হলো। আর সেই আলোচনায় আমরা দেখি-              ব্রিটিশ ও মার্কিন ক্যাবিনেটের সদস্যরা রাষ্ট্রপ্রধান কর্তৃক নিযুক্ত হন। উভয় দেশে ক্যাবিনেটের সভায় নেতৃত্ব দেন শাসক প্রধান। পাশাপাশি উভয় দেশে শাসন বিভাগের মুখ্য দপ্তর গুলির দায়িত্ব ক্যাবিনেট সদস্যদের ওপর থাকে। আর সেই সাথে উভয় দেশে ক্যাবিনেটের ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি ...

ফ্রান্সের(3rd.Sem.) পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান, মাইনর ) •ভূমিকাঃ ফ্রান্সের বর্তমান সংবিধানটি পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান নামে পরিচিত। আর এই সংবিধানটি ১৯৫৮ সালে ২৮ শে সেপ্টেম্বর গণভোটের মাধ্যমে গৃহীত হয়। আর সেদিন সেনানায়ক জেনারেল দ্য গল এই সংবিধান রচনায় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তাই ফ্রান্সের এই সংবিধানটি জেনারেল দ্য গলের সংবিধান নামে পরিচিত। তবে পরবর্তীকালে এই সংবিধান কিছু অংশ সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধিত সংবিধানের মূল বৈশিষ্ট্য গুলি হলো- •২) লিখিত সংবিধানঃ ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানটি হলো লিখিত সংবিধান। আর সংবিধান চালু হবার সময় সেখানে ৮৯ টি ধারা এবং ১৪ টি অধ্যায় লিখিত ছিল।তবে বর্তমানে এই সংবিধানের ৯২ টি ধারা এবং ১৩ টি অধ্যায় আছে। এই ৯২ টি ধারা এবং ১৩ টি অধ্যায় ফ্রান্সের সংবিধানের পরিপূর্ণভাবে লিখিতভাবে আছে।  •২) প্রস্তাবনাঃ ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে। আর সেই প্রস্তাবনায় নাগরিকদের অধিকার ও জাতীয় সার্বভ...

দিকদর্শন, সমাচার দর্পণ,সম্বাদকৌমুদী, সংবাদ প্রভাকর সাময়িক পত্র পত্রিকার

                 •দিগদর্শন• •সম্পাদকঃ জন ক্লার্ক ও মার্শম্যান।                  •প্রকাশকালঃ ১৮১৮ খ্রিস্টাব্দ।                            •উদ্দেশ্যঃ খিষ্ট ধর্মের প্রচার করা ও ছাত্রদের জ্ঞান বৃদ্ধি করা। •গুরুত্বঃ বাংলা ভাষায় প্রথম মুদ্রিত সাময়িক পত্রিকা দিগদর্শন। পত্রিকাটি শ্রীরামপুর মিশন থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। আসলে তরুণদের মন আকর্ষণের বিষয়টি এই পত্রিকায় অধিক গুরুত্ব পেয়েছে।শুধু তাই নয়, যুবলোকের মানসিক উৎকর্ষ সাধনে বিশেষ যত্নবান হয়েছিল এই পত্রিকাটি। স্কুলের পাঠ্য হিসেবে এই মাসিক পত্রের উপযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ স্কুল বুক সোসাইটি এই পত্রিকা ক্রয় করে ছাত্রদের মধ্যে বিতরণ করতো। আসলে দিকদর্শন পত্রিকার গদ্য যথার্থ বাংলা গদ্য হয়ে উঠতে পেরেছিল সেকালে।                     •সমাচার দর্পণ• •সম্পাদকঃ মার্শ ম্যান।              ...

'বইকেনা'(XI 2nd Semester)প্রবন্ধের মূলভাব লেখো।

সৈয়দ মুসতবা আলীর 'বইকেনা' প্রবন্ধের মূলভাব বস্তু লেখো (পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, একাদশ শ্রেণি, দ্বিতীয় সেমিস্টার, বাংলা)।   আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, সৈয়দ মুজতবা আলীর লেখা একটি অন্যতম উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো ‘পঞ্চতন্ত্র’। আর সেই পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্যতম প্রবন্ধ হল ‘বইকেনা’। যে প্রবন্ধে আমরা দেখতে পাই-এ সমাজে আমাদের প্রকৃত অর্থে বাঁচার মতো বাঁচতে হলে মনের জোর ও চোখের দৃষ্টি অবশ্যই বাড়াতে হবে। আর তার জন্য প্রয়োজন আমাদের জ্ঞান-বিজ্ঞানের নানান শাখায় অবাধ বিচরণ। তবে সেক্ষেত্রে এই চোখের দৃষ্টি বাড়ানো বা অন্তর্দৃষ্টি তৈরির একমাত্র উপায় হলো হলো বই পড়া। তার জন্যই আমাদের কিনতে হবে বই।তবে-           বই একমাত্র জিনিস বা বিষয় যার পাঠাভ্যাস মনের ভেতরে আমাদের একটা নিজস্ব ভুবন তৈরি করে দেয়। যেখানে জাগতিক দুঃখ ছাড়া আর কিছুই বিস্তার করতে পারে না। তবে এই ভুবন সৃষ্টি হতে পারে সাহিত্য, দর্শন, ইতিহাস ইত্যাদি জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার মধ্যে দিয়ে। আর তার জন্যই দরকার আমাদের বই পড়া। আর বই পড়াকে সার্থক করে তোলে বই কেনাকে কেন্দ্র...

ব্রিটিশ (3rd.Sem) প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পশ্চিমবঙ্গের রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, তৃতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান, মাইনর) • ভূমিকাঃ ব্রিটেনে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় সেদেশের প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক প্রধান। আর তাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের যাবতীয় সংসদীয় কাজকর্ম পরিচালিত হয়। অধ্যাপক বেজহটের মতে-                                                                                          "  Keystone of the Cabinet." ব্রিটেনে প্রধানমন্ত্রী পদটি প্রথা ও রীতিনীতি দ্বারা সৃষ্ট। ১৯৩৭ সালে রাজকীয় মন্ত্রী আইনে প্রধানমন্ত্রী পদটি প্রথম আইনগত স্বীকৃতি লাভ করে। আর সেখানে-             কমন্সসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজা বা রানী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। কমন্সসভায় কোনো দল সংখ্যাগর...

জাতীয়তাবাদের (XI,2nd Sem.)পক্ষে যুক্তি দাও ।

জাতীয়তাবাদের পক্ষে যুক্তি দাও (Arguments for Nationalism) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, একাদশ শ্রেণী, দ্বিতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান। • ১) দেশপ্রেম সঞ্চারঃজাতীয়তাবাদ একটি মহান আদর্শ। যে আদর্শ মানুষের মনে ঐক্যবোধের সঞ্চার করে। শুধু তাই নয়-মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ও আত্মত্যাগের প্রেরণা যোগায়। এই জাতীয়তাবাদী আদর্শ বিভিন্ন জাতিকে নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র গঠনে তথা বৈদেশিক শাসন থেকে মুক্তি লাভের সংগ্রামে অনুপ্রাণিত করে। • ২) জাতির বিকাশ সাধনঃ প্রত্যেক জাতির কিছু নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য থাকে।যে গুণ জাতীয়তাবাদের মাধ্যমে বিকাশ ঘটে। আর এইভাবে প্রতিটি জাতি উন্নতি সাধন করে সামগ্রিকভাবে মানব সমাজ ও সভ্যতার বিকাশ ঘটায়। • ৩) অপরের উন্নতিতে সহয়তাঃ জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জাতিগুলি নিজেদের যেমন উন্নত করে ঠিক তেমনি অপরকে উন্নত হতে সাহায্য করে। তাই জাতীয়তাবাদের মূলমন্ত্র হলো-                                                            ...

নাথ সাহিত্যের (1st.Sem.Mejor)উদ্ভব কিভাবে হয়েছিল আলোচনা করো।

নাথ সাহিত্যের উদ্ভব কিভাবে হয়েছিল আলোচনা করো। (পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, বাংলা মেজর, প্রথম সেমিস্টার) আলোচনা শুরুতেই আমরা বলে রাখি নাথ সাহিত্যের উদ্ভব সম্বন্ধে সম্প্রতি জনৈক গবেষক অভিমত প্রকাশ করেছেন যে-     "শৈবধর্ম থেকেই নাথধর্মের উদ্ভব হয়েছে। কিন্তু নাথ       সম্প্রদায়ের গ্রন্থাদি আলোচনা করিয়া ও বিভিন্ন।             মোহান্তদের সহিত আলোচনা করিয়া আমি তাঁহাদের।     মূলত শৈব বলিয়া সিদ্ধান্ত করিয়াছি।"        তবে নাথ সাহিত্য বিশ্লেষণ করলে কিন্তু উক্তিটির সমর্থন পাওয়া যায় না। নাথ সাহিত্যে শিবও একজন জ্যেষ্ঠগুরু এবং দেবতা বলে স্বীকৃত হলেও অন্যান্য নাথগুরুদের কেউ কেউ তাঁকে তেমন সম্মান দান করেননি। এমনকি নাথপন্থী কবিরাও তাদের কাব্যে শিবকে খুব শ্রদ্ধার আসনে স্থাপন করেননি। স্থানে স্থানে বরং শিবকে উপহাস্যস্মদ করে তোলা হয়েছে।অতএব অনুমান হয়-            অপর সকল মঙ্গলকাব্যে যেমন অনার্যকুলোদ্ভব দেবদেবীরা শেষ পর্যন্ত শিবের সঙ্গে একটা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্...

রাজনৈতিক(3rd Sem. ব্যবস্থা কাকে বলে? রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে? রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।                              অথবা- রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদান গুলি সংক্ষেপে আলোচনা করো। (West Bengal State University, Political Science, 3rd Semester, Minor) আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে, বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক ব্যবস্থা ও তার শ্রেণীবিভাজনের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিংশ শতাব্দীর আগে পর্যন্ত সরকার তথা শাসনব্যবস্থার আলোচনাকে সংবিধান বা সাংবিধানিক ব্যবস্থার আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখা হতো। কিন্তু ঘটনা হলো কোন দেশের সংবিধানকে রক্ষা করলে সেই দেশের সরকার বা রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। কারণ-                                                                           কোন দেশের সরকারের কাজকর্ম সাংবিধানিক গণ্ডির মধ্যে সীম...