রাজ্য আইন সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার)। •আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে,ভারতের রাজ্য আইনসভা ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।এটি রাজ্যস্তরে আইন প্রণয়ন এবং রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব আইনসভা রয়েছে। তবে কিছু রাজ্যে একটি মাত্র কক্ষ (এককক্ষ বিশিষ্ট) নিয়ে আইনসভা গঠিত হয়, যা বিধানসভা (Legislative Assembly) নামে পরিচিত। আবার কিছু রাজ্যে দুটি কক্ষ (দ্বিকক্ষ বিশিষ্ট) থাকে, যেখানে নিম্নকক্ষ বিধানসভা এবং উচ্চকক্ষ বিধান পরিষদ (Legislative Council) নামে পরিচিত। •রাজ্য আইনসভার গঠন( বিধানসভা)• •সদস্য সংখ্যা ও নির্বাচন পদ্ধতিঃ ভারতীয় সংবিধান অনুযায়ী, একটি বিধানসভার সদস্য সংখ্যা সর্বনিম্ন ৬০ এবং সর্বোচ্চ ৫০০ হতে পারে। তবে কিছু ছোট রাজ্য যেমন গোয়া, সিকিম, মিজোরাম এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে এবং তাদের সদস্য স...