শাক্ত পদাবলীতে উল্লেখিত সমাজ চিত্রের বর্ণনা দাও (পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় সেমিস্টার, বাংলা মেজর)। •আমরা জানি যে, শাক্ত পদাবলীতে শুধুমাত্র তৎকালীন সময়ে শুধুমাত্র শক্তির সাধনা করা হয়নি, শক্তির ভজনা করা হয়নি। আর সেই হিসেবে শাক্ত পদাবলী কেবল ধর্মীয় ভক্তির প্রকাশ নয়, বরং এটি তৎকালীন বাঙালি সমাজের এক জীবন্ত দলিল। আর সেই দলিলে অষ্টাদশ শতক এবং তার পরবর্তীকালের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালির দৈনন্দিন জীবন, পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা এবং মানসিকতার এক সুস্পষ্ট চিত্র শাক্ত পদাবলীতে প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত সেই সমাজচিত্রে আমরা দেখতে পাই- •পারিবারিক জীবনের প্রতিচ্ছবি• • বাৎসল্যরস ও মাতৃ হৃদয়ের আকুতিঃ শাক্ত পদাবলীর একটি প্রধান অংশ হলো আগমনী ও বিজয়া গান।যে গানগুলি উমা-মেনকার সম্পর্ককে কেন্দ্র করে রচিত।এই পদগুলিতে মা মেনকার কন্যা উমার জন্য যে অসীম বাৎসল্য, স্নেহ, উদ্বেগ ও বিরহ ফুটে উঠেছে, তা বাংলার প্রতিটি মায়ের চিরন্তন মাতৃত্বের প্রতিচ্ছবি।উম...